চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘সম্মিলিত জোট সফল না হলে গোটা মধ্যপ্রাচ্যই ধ্বংস হয়ে যাবে’

রাশিয়ার বিমান আইএস জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানার একদিনের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাশিয়া, ইরান, ইরাক ও সিরিয়ার সম্মিলিত জোট যদি এ অঞ্চলে সফল না হয় তবে গোটা মধ্যপ্রাচ্যই ধ্বংস হয়ে যাবে।

ধ্বংসের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষার জন্যই তাদের জোট খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন আসাদ। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ফ্রান্স এবং যুক্তরাজ্য রাশিয়ার বিমান হামলাকে স্বাভাবিক ভাবে নেয়নি। তারা বলছে, রাশিয়া আসাদসকে সমর্থন দিতেই তার বিরোধীদের উপর বিমান হামলা চালাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আসাদকে কসাই অভিহিত করে বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে নামা মারাত্মক ভুল।

রোবাবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক স্টেট-এর সম্ভাব্য ১০ টি ঘাঁটিতে তাদের বিমান আঘাত হেনে আইএস এর প্রশিক্ষণ কেন্দ্র ও আত্মঘাতী দলের বেইস ক্যাম্প ধ্বংস করে দিয়েছে।