চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সমালোচনার মুখে ‘নো জুম’ অস্কার

গত সপ্তাহে অস্কারের আয়োজকরা মনোনয়নপ্রাপ্তদেরকে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, এবছর অস্কারে জুমে অংশ নেয়ার কোনো সুযোগ থাকবে না। অংশ নিতে হবে সশরীরে। মহামারীর মধ্যে আয়োজকদের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৯ জন যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তাদের মধ্যে প্রমিজিং ইয়ং ওমেন নির্মাতা এমেরাল্ড ফেনেল এবং তারকা ক্যারে মুলিগান থাকেন ব্রিটেনে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা আছে। নিষেধাজ্ঞা থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও ভ্রমণে নানা বিধিনিষেধ আছে। সেক্ষেত্রে অনেকের পক্ষেই সশরীরে এসে অস্কারে অংশ নেয়া সম্ভব হবে না। যারা সশরীরে উপস্থিত থাকবেন তাদেরকেও পোহাতে হবে নানা ঝামেলা, খরচ হবে বাড়তি।

বিপাকে পড়বেন আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নপ্রাপ্তরাও। এবছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে ডেনমার্ক, হংকং, রোমানিয়া, তিউনিসিয়া ও বসনিয়ার ছবি।

ক্যালিফোর্নিয়ায় দর্শনার্থীদের নিজ খরচে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মানতে হয়।

অস্কারের মতো এত বড় আয়োজনে জুমে অংশ নেয়ার সুযোগ নেই, বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। ডেডলাইন, ভ্যারাইটির মতো গণমাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।

৯৩ তম অস্কারের আসর বসবে ২৫ এপ্রিল। এবছরের অস্কারের আসর বসবে ডলবি থিয়েটার এবং ইউনিয়ন স্টেশনে। ৯০ মিনিট ধরে চলবে অনুষ্ঠান। ইন্ডিয়ান এক্সপ্রেস