চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সমসাময়িক ঘটনা নিয়ে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রজন্ম টকিজের ব্যানারে সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত ২০ এপ্রিল থেকে প্রতি সপ্তাহে প্রজন্ম টকিজের ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে।

ইতিমধ্যে চারটি চলচ্চিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘একই পথে’ শিরোনামের চলচ্চিত্রটি কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ছোটগল্প অবলম্বনে নির্মিত। দেশভাগ, শৈশবে ফিরে যাওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক বিরোধের বিষয় এতে তুলে ধরা হয়েছে।

‘১০০ টাকা’ শিরোনামের চলচ্চিত্রটি গড়ে উঠেছে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়া এক যুবকের বর্তমান অবস্থার সঙ্গে শৈশব স্মৃতির মানসিক টানাপোড়েন। ‘কাঁচবৃষ্টি’-তে দেখানো হয়েছে সামাজিক সম্মিলিত প্রতিরোধের কথা। মহল্লার এক মেয়েকে যখন বখাটে উত্যক্ত করছে, তখন একজন প্রতিবাদ করে পথ তৈরি করে। এরপর এই পথ ধরে বাকিরাও এগিয়ে আসে। চতুর্থ চলচ্চিত্রের নাম ‘কলম্বাস’। এতে দেখানো হয়েছে একদল তরুণ-তরুণীর বান্দরবান বেড়াতে যাওয়া আর সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা।

প্রজন্ম টকিজের প্রযোজক সালেহ সোবহান অনীম বলেন, আমরা সবসময় চেয়েছি অনলাইনে চলচ্চিত্র নিয়ে কাজ করতে। বিশ্বজুড়ে অনলাইন বিনোদনের এক নতুন জোয়ার দেখছি। কিন্তু আমাদের দেশে কেন কেউ এরকম কিছু করছে না? দেশে অনলাইন বিনোদন কেন এখনো একই গন্ডিতে আবদ্ধ আছে? সমাজের সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো যদি ছোটগল্পের মাধ্যমে তুলে ধরা যায় তাহলে দারুণ হয়। আসলে এই ভাবনা থেকেই এই কাজগুলো করছি।’

তিনি আরও বলেন, প্রকাশিত এসব চলচ্চিত্র শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকবে না। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এরই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে তাদের ভাবনার কথা জানতে চাওয়া হবে।