চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সব ব্যাটসম্যানই ডাক, ৭ রানে গুটিয়ে ৭৫৪ রানে হার!

এই দিনটা নিশ্চয় খুব শিগগিরই ভুলে যেতে চাইবে ভারতের মুম্বাইয়ের চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুল। লজ্জার এক রেকর্ড করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছে আন্ধেরির স্কুলটি।

বোরিভলিতে হ্যারিস শিল্ডের প্রথম রাউন্ডের নকআউট ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুলের বিপক্ষে খেলতে নেমে আন্ধেরির স্কুলটির সব ব্যাটসম্যানই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। অতিরিক্ত যে ৭টি রান হয়েছিল, স্কোর বলতে সেটুকুই। ৭ রানে গুটিয়ে তারা ম্যাচ হেরেছে ৭৫৪ রানে।

৬ ওভারের মধ্যেই আন্ধেরির স্কুলের ইনিংস শেষ করে দেয় বিবেকানন্দ স্কুল। সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন তাদের মিডিয়াম পেসার অলোক পাল। তিন ওভার হাত ঘুরিয়ে ৬টি উইকেট তুলে নেন তিনি। অধিনায়ক বরোদ ভাজে পায় দুটি উইকেট। আর বাকি দুই ব্যাটসম্যান রানআউট হন।

লজ্জাজনক প্রদর্শনের ফলে অবিশ্বাস্য এক হার মিলেছে, ৭৫৪ রানে ম্যাচ হেরে যায় চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুল।

ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এটাই এপর্যন্ত সবচেয়ে বড় হার। আজাদ ময়দানে প্রথমে ব্যাট করতে নেমে বিবেকানন্দ স্কুল ৩৯ ওভারে ৪ উইকেটে তোলে ৭৬১ রান। ট্রিপল সেঞ্চুরি করেন মীত মায়েকর, থাকেন ৩৩৮ রানে অপরাজিত, ইনিংস ১৩৪ বলে ৫৬টি চার ও ৭টি ছক্কায় সাজানো।

তিন ঘণ্টায় ৪৫ ওভারের নির্ধারিত খেলায় ৬ ওভার কম বল করার জন্য শাস্তি হিসেবে আরও ১৫৬ রান চাপিয়ে দেয়া হয় চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুলের উপর।