চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সবুজ পিচে বোলিংয়ের স্বস্তি

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা বৃষ্টি ভেসে নিয়েছিল। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার। ত্রিদেশীয় সিরিজের শিরোপার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের তৃতীয় ম্যাচটা জিততেই হবে। গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এমন সমীকরণের সামনে শুক্রবার আইরিশদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

ডাবলিনের মালাহাইডে সফরকারী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কিউইদের বিপক্ষে হারা ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়েই লড়াইয়ে নেমেছেন মাশরাফি। মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলছেন সাঞ্জামুল ইসলাম। অভিষেক হল এই স্পিনারের।

এই মাঠের সবুজ পিচে প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। পরে দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়ানোর পর বৃষ্টি বাধায় ম্যাচ ভেস্তে যায়। মাঠ থেকে ঘাস আলাদা করার দুষ্কর! স্বাগতিক, সফরকারীদের জার্সি সবুজ, মাঠ-পিচের রংও সবুজ, সব সবুজ রং যেন মিশে একাকার। তেমন পিচে শুরুতে বোলিংয়ের স্বাতি নিয়েই নামছে লাল-সবুজরা।

আয়ারল্যান্ডের মাটিতে ২০১০ সালের পর এবছরই প্রথমবার ওয়ানডে খেলতে গেছে বাংলাদেশ। এখানে রেকর্ড ভালো নয় টাইগারদের। পাঁচ ম্যাচ খেলে তিনটিতে হারের পিঠে একটি জয়, অন্যটি পরিত্যক্ত। ১৯৯৯ সালের বিশ্বকাপে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হার; আবার আইরিশদের বিপক্ষেই পরের হারটি। ২০১০ সালের সফরে প্রথম ম্যাচে ৭ উইকেটে হারার পর দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতেছিল লাল-সবুজরা। আর গত শুক্রবার বৃষ্টিতে ভেসে গেছে বাকি ম্যাচটি। সেখানে শেষ ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৪ উইকেটে হার মিলেছে।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাঞ্জামুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।