চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সবার জন্য ভেরিফাইড টুইটার

মাইক্রো ব্লগিং সাইট টুইটার তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা করেছে। এতে করে সবার অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

কবে নাগাদ সবার জন্য ভেরিফায়েড অ্যাকাউন্টের সুবিধা আসবে তা না জানালেও ব্যবহারকারীর পরিচয় যাচাই ও সনাক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ শুরু করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি সম্প্রতি এক লাইভ স্ট্রিমিংয়ে বলেন, বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবাদাতা হতে চাই আমরা। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে, তা আমরা জানি।

অবশ্য অ্যাকাউন্ট যাচাই করতে ফোন নম্বর, ই-মেইল ঠিকানা বা সরকার প্রদত্ত কোনো ফটো আইডি লাগবে কি না, তা স্পষ্ট করেননি তিনি।