চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সবাইকে মাথা নুয়ে শ্রদ্ধা জানাতে চাই: জয়া আহসান

প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এবারের আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন জয়া।

‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, ওই আসরে সেরা চলচ্চিত্র হয়েছে জয়ার ‘বিসর্জন’।

পুরস্কারপ্রাপ্তির পর থেকেই সকলের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জয়া। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ভেরিফাইড পেইজ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে একটি বার্তা দেন জয়া। পাঠকদের জন্য জয়ার পোস্টটি হুবহু তুলে দেয়া হল-

‘আমি জানি খুব কম বলা হবে। তাও আমার এ মুহূর্তের অনুভূতি এড়িয়ে যাওয়াটাও অন্যায় হবে। ‘ফিল্মফেয়ার পুরস্কার’ প্রাপ্তি আমাকে যতটা না তৃপ্ত করেছে, তার চেয়ে বেশি গর্বিত করেছে আমার বন্ধু, পরিবার, সহকর্মী, দুই বাংলার অনেক চেনা-অচেনা সিনেমাপ্রেমী’কে। আমার প্রতি ভালোবাসায় বিগত দু’দিনে সবাই যেভাবে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুটিং-এর ব্যস্ততার কারণে আমি সবাইকে প্রত্যুত্তরে কিছু জানাতে পারিনি। এজন্য আমি দু:খিত। তবে আমি আজ সবাইকে মাথা নুয়ে শ্রদ্ধা জানাতে চাই। আরও জানাতে চাই, আপনাদের পাঠানো প্রতিটি বার্তা, প্রতিটি অনুভূতি আমি জমিয়ে রেখেছি; কারণ আপনাদের এসব সারল্য মাখা অভিব্যক্তি ব্যক্তি ও অভিনেত্রী জয়া আহসান-এর জন্য চরম ও পরম পাওয়া। আমার জন্য দু কলম লিখে যেসব সাংবাদিক ভাই/বোনেরা আমাকে সমর্থন যুগিয়েছেন, সবার প্রতি আমার সমর্থন, ভালোবাসা থাকবে আজীবন। আমি এই ভালোবাসা ধরে রাখার জন্য শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে যাবো …’

চ্যানেল আই অনলাইন- জয়া আহসানের ফেসবুক পোস্ট
                                                           জয়া আহসানের ফেসবুক পোস্ট