চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সন্ত্রাসবাদের বিরুদ্ধে মেসির ‘কঠিন বার্তা’

বার্সেলোনা এখন শোকের নগরী। বৃহস্পতিবার বিকেলে স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছেন ৫০ জন। এমন সন্ত্রাসী হামলায় শোকার্তদের তালিকায় আছেন লিওনেল মেসিও। বার্সার ঘরের ছেলে বনে যাওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে ছুঁড়ে দিয়েছেন কঠিন বার্তা।

‘আমি সন্ত্রাসীদের জানাতে চাই যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের বিপক্ষে আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। আমরা কখনই হাল ছাড়বো না, বিশেষ করে আমরা যারা শান্তিতে বসবাস করতে চাই। এমন এক ঘৃণামুক্ত জগত গড়তে চাই যেখানে বেশির ভাগ মানুষের মধ্যে থাকবে শ্রদ্ধা এবং সহনশীলতার সহাবস্থান।’

নিজের প্রিয় শহরে নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন বার্সা মহাতারকা, ‘প্রাণপ্রিয় বার্সেলোনায় ভয়ানক হামলায় নিহতদের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি রইলো আমার গভীর সমবেদনা এবং সমর্থন।’

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছে বার্সেলোনাও, ‘আমাদের প্রিয় নগরীতে সন্ত্রাসীদের হামলায় আমরা শোকাহত। হামলার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং বার্সেলোনার প্রতিটি নাগরিকের প্রতি রইলো আমাদের সমবেদনা।’