চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সন্তানদের নিয়ে হঠাৎ মিরপুরে মাশরাফী

নয় মাসের বিরতি কাটিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা ফিরেছিলেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ খেলতে। গত বছরের ডিসেম্বরে শেষ হওয়া ওই আসরের পর আবার পড়ল দশ মাসের বিরতি!

তবে এখনও খেলায় ফেরা হয়নি বাংলাদেশের সবচেয়ে সফল সাবেক ওয়ানডে অধিনায়কের। ১০ মাস পর রোববার বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এলেন কিছুটা সময় কাটাতে। সঙ্গে ছিলেন মাশরাফীর দুই সন্তান হুমায়রা ও সাহেল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফিটনেস ও প্রস্তুতির ঘাটতি থাকায় মাশরাফী ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি খেলেননি। ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর একরকম আড়ালেই আছেন টাইগার পেসার। ওয়ানডে দলেও বিবেচিত হচ্ছেন না নেতৃত্ব ছাড়ার পর থেকে।

ঘরোয়া আসরই এখন মাশরাফীর সামনে জাতীয় দলে ফেরার একমাত্র রাস্তা। জানুয়ারিতে হতে পারে বিপিএল কিংবা বিপিএলের আদলে কোনো টুর্নামেন্ট। মাশরাফী হয়ত নিজেকে সে আসরের জন্যই তৈরি করতেই চাচ্ছেন।

ইতোমধ্যেই ওজন কমিয়ে নিজেকে ফিট করে ফেলেছেন। সামনে হয়ত মিরপুরে বল হাতে অনুশীলনেও দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে।