চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সতীর্থদের জন্য মুশফিকের উপহার মাস্ক

করোনা প্রতিরোধের অতি প্রয়োজনীয় মাস্ক সতীর্থ ক্রিকেটারদের উপহার হিসেবে দিয়েছেন মুশফিকুর রহিম। বাদ যাননি কোচিং স্টাফ, মাঠকর্মীরা। বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলন শুরুর আগে নিজ হাতে সবাইকে মাস্ক তুলে দিন এমআর-১৫।

নিজের গড়া ফাউন্ডেশন থেকেই তৈরি করা হয়েছিল মাস্ক। তা এখন শোভা পাচ্ছে জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার মুখে। কালো কাপড়ের মাস্কে রয়েছে মুশফিকুর রহিম ফাউন্ডেশনের লোগো।

করোনাকালে নিজের ফাউন্ডেশন ছাড়াও ব্যক্তিগতভাবে সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য করেছেন মুশফিক। এখনো অব্যহত রয়েছে তার চেষ্টা। যার সবশেষ সংযোজন মাস্ক তৈরি ও তা সবার মাঝে বিতরণ।

সবশেষ করোনা পরীক্ষায় টাইগারদের প্রাথমিক দলের সব ক্রিকেটারই উতরে গেছেন। নেগেটিভ নিশ্চিত হয়েই যোগ দেন অনুশীলনে। আগামী দুই সপ্তাহ টিম হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন মুমিনুল-মুশফিকরা। হোটেল থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে করবেন অনুশীলন। নিজেদের মধ্যে খেলবেন কয়েকটি প্রস্তুতি ম্যাচও।

ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে আবু জায়েদ রাহি আগের ধাপের কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছিলেন। এ পেসারকে আপাতত ছুটি দিয়েছে বিসিবি। তিনি চলে যাচ্ছেন সিলেটে নিজের বাড়িতে। বাকি ২৬ ক্রিকেটার চালিয়ে যাবেন লাল বলের অনুশীলন।