চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সকল বাহিনীর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন হবে: ইসি

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ বাহিনী প্রস্তুত: আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী আস্থার পরিবেশ নিশ্চিত করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশ মেনে যেকোন নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

১৩ই মার্চ গাইবান্ধা-১ এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের এজেন্ডা একটাই, যেকোন ভাবে উপনির্বাচনকে সুষ্ঠু করা।

বৈঠক শেষে পুলিশের আইজিপি জানালেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো সদস্য অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইসি বলছে, সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। ১৩ই মার্চ দুই উপনির্বাচনসহ বিভিন্ন পৌরসভা এবং ইউপি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের পৌঁছে দেয়া হবে আস্থার বার্তা।

নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের পরিচয় দিতে বলেছে নির্বাচন কমিশন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: