চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংসদ মুলতবি

জাতীয় সংসদের অধিবেশন আগামী ৭ জুলাই রোববার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনের মুলতবি ঘোষণা করেন।

এর আগে রোববার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাস হয়।

আওয়ামী লীগ সরকারের টানা ১১তম বাজেট, যাকে ‘স্মার্ট’ বাজেট বলছে অর্থমন্ত্রণালয়; ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার এ বাজেট কণ্ঠভোটে পাস হয়।

এ বাজেটের মূল লক্ষ্য ধরা হয়েছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশের স্তর পেরিয়ে এবং ধারাবাহিকভাবে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে একটি শান্তিপূর্ণ, সুখী উন্নত- সমৃদ্ধ সোনার বাংলা গড়ার।

গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ স্লোগানে জাতীয় সংসদে এ বাজেট পেশ করেন।