চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংসদে গিয়ে পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন সাবেকমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দেন তিনি।

এর আগে আকস্মিকভাবে সংসদ অধিবেশনে যোগদেন তিনি। ১৫ মিনিটের এক বক্তৃতার পর পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ থেকে বের হয়ে আসেন।

গত ২৩ আগস্ট সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর আজ মঙ্গলবার অধিবেশন কক্ষে প্রবেশ করেন টাঙ্গাইল-৪ আসনের এই সংসদ সদস্য।

স্পিকারের অনুমতি নিয়ে বক্তৃতার শুরুতে হজ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন লতিফ সিদ্দিকী। বক্তৃতার শেষে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।

লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে ঢোকার সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য রাখছিলেন।

প্রথমে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া পাননি লতিফ সিদ্দিকী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন।”

এর কিছুক্ষণ পর স্পিকারের সায় নিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে বির্তকিত মন্তব্য করে লতিফ সিদ্দিকী মন্ত্রিত্বের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন। দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে।

সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়।

এরপর সংবিধান, মেম্বার অফ পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে বিতর্ক নিষ্পত্তির কার্যক্রম নেওয়া হয়। এ অবস্থায় লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার।