চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংক্ষিপ্ত করা হলো অস্কারের সম্প্রচার

অস্কারের আয়োজনে নতুন পরিবর্তন আনা হয়েছে। সরাসরি সম্প্রচার শুরু করার আগেই বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে আটটি পুরস্কার।

ফিল্ম এডিটিং, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড, মেকআপ ও হেয়ার স্টাইলিং, মিউজিক এবং শর্ট ফিল্মের তিনটি পুরস্কার তুলে দেয়া হবে সরাসরি সম্প্রচার শুরুর আগেই। মঙ্গলবার অ্যাকাডেমির তরফ থেকে এই খবরটি জানানো হয়েছে।

এই আট বিভাগে পুরস্কার জয়ীদের বক্তব্য ধারণ করে রাখা হবে। সরাসরি সম্প্রচারের সময় সেগুলো দেখানো হবে।

বেশ কয়েকবছর সঞ্চালক ছাড়া অস্কারের আয়োজন করার পর চলতি বছর অস্কারে সঞ্চালক থাকছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার ও অভিনেত্রী রেজিনা হল।

গত ৮ ফেব্রুয়ারি ৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৪তম অস্কার অনুষ্ঠান।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিতদের দেখাতে হবে করোনার টিকা সনদ। তবে মনোনয়ন পাওয়া তারকা এবং উপস্থাপকদের টিকা সনদ দেখাতে হবে না। তাদের জন্য করোনার পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।