চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংক্রমণের সংখ্যা বাড়লে লকডাউনের চিন্তা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও রোগীর সংখ্যা বেড়ে গেলে লকডাউনের চিন্তা-ভাবনা করতে হবে। তবে এই মুহূর্তে লকডাউনের পরিকল্পনা নেই।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ হাসপাতালের নার্সিং কলেজে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত ভালো আছি। আমরা স্বাস্থ্যবিধি মানলে আরো ভালো থাকবো। যদি ভাইরাস অতিমাত্রায় বেড়ে যায় এবং রোগীর সংখ্যা বেড়ে যায় তাহলে লকডাউনের চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। তবে এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই।’

তিনি বলেন, ‘মাস্কই সুরক্ষা দেবে এই সংক্রামণ থেকে কিন্তু ভ্যাকসিন হয়তো আপনার মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেবে।  কাজেই মাস্কই সংক্রমণে সুরক্ষা দেবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

বুস্টার ডোজ প্রদানের সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রশাসনের প্রফেসর  শামিউল ইসলাম, ইপিআর লাইনের পরিচালক ডাঃ মো. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্হন ডাঃ লুৎফর রহমান ও সদর হাসপাতালে তত্ত্বাবোধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।