চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ষোড়শ সংশোধনী নিয়ে বিতর্কের ন্যায্য সমাধান কী?

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিতর্ক থামছেই না। বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় সংসদ। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং সে রায়ের কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে বুধবার জাতীয় সংসদে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হওয়ার আগে এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সংবিধান সংশোধনের কোন এখতিয়ার আদালতের নাই। আইনের ব্যত্যয় হলে তারা শুধু আইনের ব্যাখ্যা দিতে পারেন।’ প্রধানমন্ত্রী ছাড়াও আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা রায়ের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি প্রধান বিচারপতির সাম্প্রতিক সময়ে দেয়া কিছু বক্তব্যের সমালোচনা করেন। প্রস্তাব পাস হওয়ার পর সরকারের উদ্যোগ কী হবে সে বিষয়ে আইনমন্ত্রীর কাছে আজ জানতে চেয়েছিল চ্যানেল আই অনলাইন। আনিসুল হক এখনই কোন মন্তব্য করতে না চাইলেও জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে বলেন: ‘যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল; তা গ্রহণযোগ্য নয়। এই রায় আবেগতাড়িত ও বিদ্বেষপ্রসূত। সুতরাং আমরা আইনি প্রক্রিয়া চাই। আমরা এই লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছি।’ বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যে এখনও ভাবছে, তা পরিষ্কার। তবে সংসদে ওই রায়ের বিরুদ্ধে প্রস্তাব পাস করে কী পদক্ষেপ নেবে সরকার, তা কিন্তু এখনও পরিষ্কার না। কিছুদিন আগে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সরকারদলীয় নেতাকর্মীদের রোষানলে পড়লেও বর্তমানে তা বন্ধ আছে। দেশের বিচার ব্যবস্থা ও আদালত জনগণ তথা রাষ্ট্রের সর্বশেষ ভরসার স্থল এবং মহান জাতীয় সংসদও গণতন্ত্রের সূতিকাগার। এই দুইপক্ষের মুখোমুখি অবস্থানে আমরা বিব্রত ও শঙ্কিত। আমরা চাই বিষয়গুলো ন্যায্যতার বিচারে দেশের গণতন্ত্রের সুষ্ঠুধারা বজায় রাখতে এই অবস্থার অবসান হবে। সবার কাছে এই আমাদের প্রত্যাশা।