চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে ঢাকা টেস্ট

প্রথম ইনিংস ১১২ রানের লিড, তাতেই চালকের আসনে শ্রীলঙ্কা। ২২২ রানের পুঁজি নিয়ে ১১০ রানে বাংলাদেশকে থামিয়ে দুর্দান্ত সকাল উপহার দিয়েছে তাদের বোলাররা। দুপুরের সেশনে কাজটা সারলেন ব্যাটসম্যানরা। বাংলাদেশের স্পিন-হুমকি সামলে দ্বিতীয় ইনিংসে ভাল সংগ্রহের দিকে হাঁটছে লঙ্কানরা। চা-বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৭ রান। মোট লিড ১৯৯।

শ্রীলঙ্কা-২২২ ও ৮৭/৩ (চা-বিরতি)
বাংলাদেশ-১১০

প্রথম ইনিংসের মতো শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুতে আঘাত হানেন আব্দুর রাজ্জাক। দ্বিতীয়বার বোলিংয়ে নামা বাংলাদেশের উদযাপনে আগের দিনের উচ্ছ্বাস অনুপস্থিত।

দলীয় ১৯ রানের মাথায় কুশল মেন্ডিসকে দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ করেন রাজ্জাক। বাঁহাতি স্পিনারের ভেতরের ঢোকানো বলটি কিছুটা নিচু হয়ে আঘাত হানে প্যাডে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এ ডানহাতি ব্যাটসম্যান। ফেরেন ৭ রান করে। ১৯ রানের মাথায় সফরকারীরা হারায় প্রথম উইকেট। পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটের খোঁজ পায় বাংলাদেশ।

দলীয় ৫৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ধনঞ্জয়া (২৮) তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কার লিড দুইশ ছাড়ানোর আগেই মোস্তাফিজের বলে এলবিডব্লুউ হন গুনাথিলাকা (১৭)। করুনারত্নে ২৯ ও অধিনায়ক চান্দিমাল ৪ রান নিয়ে নামবেন দিনের শেষ সেশন ব্যাট করতে।