চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শ্রদ্ধা নিবেদনের জন্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও এমপি সুরঞ্জিত সেনগুপ্ত’র মরদেহ আজ সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর নেয়া হবে সুনামগঞ্জ।

সুনামগঞ্জের শাল্লায় দুপুর ১টায় ও বিকেল ৩টায় দিরাইতে শ্রদ্ধা নিবেদনের পর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বর্ষীয়ান এই রাজনীতিবিদের।

রোববার ভোরে রাজধানী ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এর আগে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার। রোববার বিকেলে সংসদ প্রাঙ্গনে তার মরদেহে শ্রদ্ধা জানান বিভিন্ন দলের রাজনীতিবিদেরা।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি, জাতীয় পার্টি-সহ বৃহৎ সকল রাজনৈতিক দলের নেতারা।