চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শোক বইয়ের পাতায় পাতায় রাবেয়া খাতুনের জন্য ভালোবাসা

প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের বহুমাত্রিক লেখা ভবিষ্যৎ প্রজন্মকেও সমৃদ্ধ করবে। তার অনবদ্য সৃষ্টির আলোয় আলোকিত হবে যুগের পর যুুগ। তার এ চলে যাওয়াকে সাহিত্য আকাশের বড় নক্ষত্রের বিদায় বলছেন লেখক, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

৫০ টিরও বেশি উপন্যাস এবং ৪শ’র বেশি ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও অবাধ বিচরণ কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের। তার এ মহাপ্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। রাবেয়া খাতুনের স্মরণে চ্যানেল আই কার্যালয়ে খোলা শোক বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা যেন তারই সাক্ষ্য দিচ্ছে।

দৃঢ় হাতে যেমন কলম ধরেছেন, সেই হাতেই স্নেহ ভালোবাসায় আবদ্ধ করেছেন অনেককেই।  রাবেয়া খাতুনের বহুমাত্রিক লেখনী যেমন অতীত প্রজন্মকে সমৃদ্ধ করেছে তেমনই ঋদ্ধ করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকেও।

একজন রুচিশীল এবং বহুমাত্রিক লেখক হিসেবে বাঙ্গালি পাঠকের হৃদয়ে রাবেয়া খাতুন বেঁচে থাকবেন যুগের পর যুগ।

ছবি: জাকির সবুজ