চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শোক দিবসে বিএসএমএমইউ’র ৪০ দিনের কর্মসূচি

‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউতে ৪০ দিনের কর্মসূচি পালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

কর্মসূচির আওতায় ১৪ আগষ্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবং ১৫ই আগস্ট বিএসএমএমসইউতে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন।

এছাড়াও ১৫ আগস্ট বিএসএমএমইউতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল, আলোচনা, স্বেচ্ছায় রক্তদান, তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।