চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেয়ারবাজারে লেনদেন ও সূচকের রেকর্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে সপ্তাহের দ্বিতীয় দিনে সূচক ও লেনদেনের রেকর্ড হয়েছে। দিনের শুরুতে দাম বাড়তে থাকলে শেষ পর্যন্ত সূচক বাড়ে ৯১পয়েন্ট।

সোমবার ডিএসই’র লেনদেন ছিল  ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর সূচক বেড়েছে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। সকাল থেকেই উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয় দিনের লেনদেন। দিনশেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪ শ ৭ পয়েন্ট দাঁড়ায়। যা গত ৩১ মার্চের পর সর্বোচ্চ।

মোট তিনশ নয়টি কোম্পানীর শেয়ারের মধ্যে দাম বেড়েছে দুইশ ৫১ টির, কমেছে ৪৫টি এবং অপরিবর্তিত আছে ১৩ টি কোম্পানীর শেয়ারের দাম।