চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষ সময়ে মার্কেটপাড়ায় কেনাকাটার ধুম

ঈদকে কেন্দ্র করে মার্কেটপাড়ায় ধুম পড়েছে কেনাকাটার। অনেকেই ঈদের পোশাক এরইমধ্যে কিনে ফেলেছেন, তবে যারা এখনো কেনাকাটা শেষ করতে পারেননি, তারা ভিড় করছেন বিভিন্ন মার্কেটে। তবে বিক্রেতাদের অভিযোগ গত বছরের তুলনায় ক্রেতার সংখ্যা এবার কম।

দেখতে দেখতে ২৪ রোজা চলে গেছে। অনেকেই রমযানের শুরুর দিকেই ঈদের পোশাক কিনে ফেলেছেন। তবে যারা আগে ভাগে পোশাক কেনেননি, তারা এখন রাজধানীর নামী-দামী শপিংমলগুলোয় ভিড় করছেন।

জামদানী, টাঙ্গাইল থেকে শুরু করে কাতান সব ধরণের শাড়ির সমাহার রাজধানীর বেইলি রোডে। অফিসের ব্যস্ততায় যারা এতদিন শপিং এ আসতে পারেননি তারা এখন আসছেন।

বিভিন্ন দোকানে বাহারী ডিজাইনের পোশাক সাজানো রয়েছে। তারপরও এবার ক্রেতার ভিড় খুব একটা নেই বলে জানিয়েছে বিক্রেতারা। তবে পোশাক চড়ামূল্যের হলেও পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।