চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষ মুহূর্তের গোলে ফাইনালে বাংলাদেশ

নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলের সমতা। পেনাল্টি শ্যুটআউটের সম্ভাবনা যখন উঁকি দিচ্ছে, এমন সময়েই দুর্দান্ত এক গোল করলেন মিলন হোসেন। বাংলাদেশ যাতে ভর করে টিকিট পেয়েছে এশিয়ান গেমস হকির বাছাইয়ের ফাইনালে চলে যাওয়ার।

এশিয়ান গেমসের বাছাইপর্বের সেরা ৫টি দল খেলবে মূলপর্বে। ফাইনাল নিশ্চিত করায় মূল পর্বও নিশ্চিত হয়ে গেল লাল-সবুজদের।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে গেছে বাংলাদেশ। গোলের দুটি এসেছে রোমান সরকারের থেকে, জয়সূচক গোলটি মিলন হোসেনের।

দ্বিতীয় সেমিতে খেলা ওমান-হংকংয়ের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ১৭ মার্চের ফাইনালে নামবে মাহবুব হারুনের শিষ্যরা।

সুলতান কাবুস কমপ্লেক্সে প্রথম ৩০ মিনিট গোলশূন্য থাকার পর ৩৪ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এসময় ফিল্ড গোলে লঙ্কানদের এগিয়ে নেন সুদুসিংহে সান্দারুভান।

ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরে লাল-সবুজরা। কিন্তু দুই মিনিট পর আবারও পিছিয়ে পড়তে হয়।

পরে ৫২ মিনিটে রোমান সরকারের গোলেই আবার সমতায় ফেরে বাংলাদেশ। সমতায় থেকে ম্যাচ যখন হাতছানি দিচ্ছে পেনাল্টির, তখনই ৫৮ মিনিটে ফিল্ড গোলে জয়সূচক সাফল্যটি আনেন মিলন।