চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘শেষ দেখা’ করতে ডাকা হলো সাকা-মুজাহিদের স্বজনদের

মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের দুই ঘাতক সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তাদের পরিবারের সদস্যরা। রাত ৯টার পর দুই পরিবারের সদস্যরা কারা ফটকে আসেন।

প্রথমে কারাগারে প্রবেশ করেন সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা। তাদের সাক্ষাত শেষ হলে মুজাহিদের পরিবারের সদস্যরা দেখা করবেন। রাত ৮টার দিকে তাদেরকে ফোন করে ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ।

এদিকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন অতিরিক্ত আইজি প্রিজন ফজলুল কবির।

এর আগে সকালে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এ দুই নেতা তাদের প্রাণভিক্ষার আবেদন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জমা দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় কারাগার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

শনিবার সন্ধ্যার পর থেকে এমনকি এই এলাকায় যান চলাচলও সীমিত করে দেওয়া হয়। আশেপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে এসেছেন অন্যান্য থানার অতিরিক্ত নিরাপত্তাকর্মীরা। বাড়তি সতর্কতা হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।