চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেষটা রাঙিয়ে গেলেন মাসাকাদজা

জন্মদিনে বিবর্ণ রশিদ খান

টসের পর বলেছিলেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা জিতেই ইতি টানতে চান। কথা রাখলেন হ্যামিল্টন মাসাকাদজা। শেষটা রাঙিয়ে গেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার সর্বোচ্চ ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

এই আফগানিস্তানের বিপক্ষেই টানা ৮ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। তাদের এদিন হারাল দাপটের সঙ্গে। আর রেকর্ড টানা ১২ ম্যাচ জেতার পর আফগানরা হারের মুখ দেখল।

বাংলাদেশে আসার আগেই ঘোষণা দিয়েছিলেন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। ঘোষণা অনুযায়ী শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামেন মাসাকাদজা। শেষটা করলেন জয় দিয়েই।

টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। বড় স্কোরের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত দেড়শর ঘরে আটকে যায় তারা। ওপেনিং জুটিতে ৮৩ রান তোলার পরও তাদের স্কোর ১৫৫’র বেশি যায়নি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৬১ ও আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই ৩১ রান করেন। পরের কোনো ব্যাটসম্যানই কুড়ির ঘর ছুঁতে পারেননি।

আফগানদের আউট হওয়া আট উইকেটের একাই চারটি নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ক্রিস্টোফার এম্পফু।

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৪০ রানের জুটি পায় জিম্বাবুয়ে। পুরো সিরিজে ব্যর্থ ব্রেন্ডন টেলর এদিন আউট হন ১৯ রান করে। তবে ক্যারিয়ারের শেষ ম্যাচে সাবলীল ব্যাট করেন মাসাকাদজা। দ্বিতীয় উইকেট জুটিতে চাকাভার সঙ্গে ৭০ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তিনি।

৩৯ রান করে চাকাভা ফিরলেও শেষ আন্তর্জাতিক ম্যাচটা ফিফটির রঙে রাঙান মাসাকাদজা। শেষ পর্যন্ত ৪২ বলে চারটি চার ও পাঁচ ছক্কায় ৭২ রান করে আউট হন। দৌলত জাদরানের করা ১৩তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে জিম্বাবুয়ে অধিনায়ক আউট হওয়ার পর উৎসব না করে বরং তাকে অভিনন্দন জানান আফগান খেলোয়াড়রা। ২১ রানে অপরাজিত থেকে মাসাকাদজার তুলিতে শেষ আঁচর দেন শন উইলিয়ামস। ৩ বল থাকতে ৩ উইকেট জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

বিদায় ম্যাচকে স্মরণীয় করে রাখতে এদিন ভিন্ন জার্সি নাম্বার নিয়ে মাঠে নামেন মাসাকাদজা। সেই সঙ্গে নামের জায়গাতেও ছিল ভিন্নতা। জার্সির পেছনে ডাক নাম নিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে দেশকে নেতৃত্ব দেন তিনি।

জার্সির নম্বর ৩১০ এবং ডাকনাম মুধারা লিখে খেলতে নামেন মাসাকাদজা। জিম্বাবুয়ে দলের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন এই বিষয়ে জানান, ‘এটি তিন ফরম্যাটে খেলা মাসাকাদজার ম্যাচ সংখ্যা, মুধারা তার ডাক নাম।’

২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছিল মাসাকাদজার। এছাড়া দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়েছিলেন তিনি।

দেশটির সর্বোকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে এ ডানহাতি ব্যাটসম্যানের। দেশের হয়ে মোট ৩৮টি টেস্ট খেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। সেই সঙ্গে ২০৯টি ওয়ানডে ম্যাচে ২৬৫৮ রান করেছেন। আইসিসির নিষেধাজ্ঞার পর জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিলেন মাসাকাদজা।

মাসাকাদজার রঙিন দিনে অনেকটাই বিবর্ণ রশিদ খান। পুরো সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের নাচানো আফগান অধিনায়ক এদিন উইকেটশূন্য থাকেন। চার ওভার বল করে ২৯ রান দেন রশিদ। জন্মদিনটা তাই একটু ফিকেই হয়ে গেল রশিদের।

আগের বছর ২০তম জন্মদিনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন রশিদ। জিম্বাবুয়ের বিপক্ষে টসের পর সে কথা উল্লেখ করে এদিনও তেমনটাই আশাবাদ ব্যক্ত করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেটা হল না।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচ ছিল তাই শুধুই নিয়মরক্ষার। শনিবার আরেকটি নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। পরে ২৪ সেপ্টেম্বর মিরপুরে ফাইনালে মুখোমুখি হবে দুদল।