চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেরপুরে আদর্শ বীজতলা তৈরি করে বোরোর চারা বপন

আদর্শ বীজতলা তৈরি করে বোরো ধানের চারা লাগিয়েছেন শেরপুরের কৃষক। এ পদ্ধতি অনুসরণের ব্যয় কমে গেছে ৩০ থেকে ৩৫ শতাংশ।

শেরপুর সদর উপজেলায় এবার বেশ কিছু জমিতে আদর্শ বীজতলা তৈরি করা হয়েছে। সারিবদ্ধ বীজতলায় বেড়ে উঠছে ধানের চারা। কৃষক জানান, আদর্শ পদ্ধতিতে বীজতলা পরিচর্যা করা, পানি সেচ দেয়া ও চারা তোলা সহজ। শ্রমিক খরচও লাগে অনেক কম।

আদর্শ বীজতলায় চারা অনেক পুষ্ট হয়। ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে বীজতলা থেকে চারা সংগ্রহ করে মাঠে রোপন করা যায়। উৎপাদন খরচও কম লাগে।

কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্য ধরা হয়েছে ২৪ হাজার একশ’ ৫০ হেক্টর জমিতে। এর বিপরীতে চারশ’ ১৫ হেক্টর জমিতে বীজতলার প্রয়োজন।

ইতোমধ্যে দেড়শ’ হেক্টর জমিতে আদর্শ বীজতলা করেছেন কৃষক।

শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত: