চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শুটিং-এ অসুস্থ হলেও ঘরে ফেরার উপায় ছিল না: লিসা রে

২০০৯ সালের ২৩ জুন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ইন্দো-কানাডীয় বলিউড অভিনেত্রী লিসা রে। বোনম্যারো ক্যানসারে আক্রান্ত হন তিনি। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে ক্যানসারের সঙ্গে সংগ্রামের দিনগুলোর অভিজ্ঞতা সম্পর্কে জানালেন তিনি।

লিসা রে যখন জানতে পারলেন তিনি ক্যানসারে আক্রান্ত, খুব স্বাভাবিক ছিলেন তিনি। কাঁদেননি তিনি। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চিকিৎসকের কাছে এক গ্লাস পানি চেয়েছেন। চিকিৎসক নার্ভাস ছিলেন। লিসা রে তাকে শান্ত করেছিলেন।

লিসা রে জানান, ক্যানসারে আক্রান্ত হওয়ার নানা লক্ষণ বোঝা গিয়েছিল শরীরে। কিন্তু তিনি গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘ক্লান্ত লাগতো, শুটিং সেটে ঘুমিয়ে পড়তাম। আমার মন বলতো সব ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম কোনো একটা সমস্যা হয়েছে। কিন্তু কী হয়েছে তা জানার সাহস হতো না।’

সিনেমাজগত সম্পর্কে লিসা বলেন, ‘শুটিং-এ অসুস্থ হলেও ঘরে ফেরার উপায় ছিল না। সিনেমাজগত খুবই অদ্ভুত।’

ক্যানসারের জন্য একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। ২০১০ সালে জানিয়েছিলেন, তিনি বিপদমুক্ত। কিন্তু পুরোপুরি ক্যান্সার সারিয়ে উঠতে পারেননি অনেকদিন। দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন সুস্থ। কাজেও ফিরেছেন লিসা। এরপর সারোগেসির মাধ্যমে যমজ কন্যা সন্তানের মা হয়েছেন। ক্যানসারকে জয় করে এখন তিনি সুখী জীবন যাপন করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস