চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল এখনও বন্ধ

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

গোলাম ছারোয়ার ছানু: পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের কাছে স্রোত বেড়ে যাওয়ায় ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

জানা গেছে, ১৬টি ফেরির মধ্যে মাত্র ৩টি ফেরি চলতে পারছে। অন্য ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় স্রোতের বিপরীতে চলতে পারছে না।

এ কারণে সেগুলোকে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

তীব্র স্রোতের কারণে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে শুক্রবার দুপুর থেকে এ পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে: তীব্র স্রোতের কারণে ফেরিগুলো চালাচলে বেশি সময় লাগছে। তবে পাটুরিয়ার তুলনায় দৌলতদিয়া ঘাট এলাকায় স্রোতের তীব্রতা বেশি।

বিআইডব্লিউটিসি জানিয়েছে: যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে যাত্রবাহী বাসগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ কারণে ঘাটে অপেক্ষমান বাসের সংখ্যা কম। তবে পাটুরিয়া ঘাট এলাকায় তিনশ’র মতো ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে পাটুরিয়া ঘাট এলাকায় অর্ধ শতাধিক বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

তীব্র স্রোতের কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে শুক্রবার দুপুর থেকে এই পথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ।