চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিল্প ও পোল্ট্রি বর্জ্যে হালদা তীরের গ্রামগুলোতে ভয়াবহ বিপর্যয়

চট্টগ্রামে শিল্প এবং পোল্ট্রি বর্জ্যে হালদা তীরবর্তী কয়েকটি গ্রাম ও বিলে ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। সব ধরণের জলাশয়ে মাছ এবং গাছ-গাছালি মরে গেছে। এই ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত সপ্তাহের বন্যার মধ্যে চট্টগ্রাম শহরের অক্সিজেন এবং হাটহাজারী এলাকার শিল্প প্রতিষ্ঠান ও পোল্ট্রি মালিকরা দীর্ঘদিনের জমানো বর্জ্য পানিতে ছেড়ে দেয়।

শিকারপুর, মাদার্শা ও বুড়িশ্চর দিয়ে এসব বর্জ্য হালদা নদীতে পড়েছে। দূষণ ছড়িয়ে পড়েছে লালা চন্দ্র বিল, কুয়াইশ বিল, মজুরী বিল, বাইল্যা বিল, শিকারপুর বিলসহ এসব এলাকার কয়েকশ পুকুর ও জলাশয়ে।

বিশেষজ্ঞদের আশঙ্কা- এ দূষণে এলাকার পরিবেশে যে বিপর্যয় নেমে এসেছে এর প্রভাব দীর্ঘমেয়াদি হবে।

এ বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠ নকরছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

এরই মধ্যে দূষণ ছাড়ানোর অভিযোগে অক্সিজেন এলাকার একটি পেপার মিল সাময়িক বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: