চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ে আসছে লোক নাট্যদল

দেশের মঞ্চনাটকের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক মঞ্চায়িত নাটক লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)-এর ‘কঞ্জুস’  শুক্রবার(১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রদর্শিত হবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূলমঞ্চে।

ফরাসী নাট্যকার মলিয়ের ‘দ্য মাইজার’ অবলম্বনে করা এ নাটকটির বাংলায় নাট্যরূপ দিয়েছেন তারিক আনাম খান। লিয়াকত আলী খানের নির্দেশনায় ১৯৮৭ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। এরপর প্রায় ৩০ বছর ধরে চলছে এর মঞ্চায়ন।

পুরান ঢাকার বাসিন্দাদের জীবন যাপন আর হাড়কিপ্টে বুড়ো হায়দার আলী খানকে ঘিরে এগিয়ে যায় এই নাটকের কাহিনী।ছেলে কাযিম আলী আর মেয়ে লাইলী বেগমের সঙ্গে তারই এক বন্ধুর কন্যা ও পুত্রের প্রেম ও বিয়ে, আরসববিষয়েহায়দার আলীর চরম কৃপণতা- এসব নিয়েই নাটকের গল্প তৈরি হয়েছে।

দশ দিনব্যাপী গঙ্গা যমুনা নাট্য ও সংস্কৃতি উৎসবের সপ্তম দিনে ‘কঞ্জুস’ ছাড়াও এদিন শিল্পকলারএক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে থিয়েটার এর ‘মুক্তি’।