চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শিরোপা জয়ী কিশোরদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে লাল-সবুজদের অনূর্ধ্ব-১৫ দল।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।

নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকার পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায়, তার আগে আগেই মূল গোলরক্ষক মিতুলকে উঠিয়ে সেমিফাইনালের নায়ক টাইব্রেকার স্পেশালিষ্ট মেহেদী হাসানকে নামান বাংলাদেশ কোচ আনোয়ার পারভেজ।

সেমিতে ভারতের বিপক্ষে দুটি স্পটকিক ঠেকিয়ে নায়ক ছিলেন মেহেদী। নায়ক হলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও। এদিনও তিনটি শট ঠেকিয়েছেন এ গোলরক্ষক।

শিরোপার পাশাপাশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও গেছে বাংলাদেশের ঘরে। সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন বাংলাদেশের নিহাত জামান উচ্ছ্বাস। মালদ্বীপ ম্যাচে একাই ৪ গোল করেন লাল-সবুজ ফরোয়ার্ড।

গ্রুপপর্বে মালদ্বীপকে ৯-০ ও স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শেষচারে পৌঁছেছিল বাংলাদেশ। সেখানে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় লাল-সবুজরা। থামল শিরোপা উঁচিয়ে ধরেই।