চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিনহুয়া নিউজ এজেন্সির সাথে চ্যানেল আইয়ের চুক্তি সই

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- শিনহুয়া নিউজ এজেন্সির সাথে চুক্তি সই করেছে চ্যানেল আই। মঙ্গলবার দুুপুরে চ্যানেল আই ভবনে সই হওয়া চুক্তির মাধ্যমে দু’ পক্ষই সংবাদ পরিবেশনে সমৃদ্ধ হবে বলে আশা করছে চ্যানেল আই এবং শিনহুয়া।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সহযেোগী দেশগুলোর মধ্যে অন্যতম চীন। কৃষির উন্নয়নেও দেশটির সহযোগীতা ছিল সবসময়। হাইব্রিড ধানের জনক হিসেবে খ্যাত ইয়ং লং পিং এর সাথেও ভবিষ্যৎমুখী কৃষি বিষয়ক কাজ করে আসছে চ্যানেল আই। এবার সংবাদ বিষয়ক চুক্তি হলো চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার সাথে।

শিনহুয়ার পক্ষ থেকে চুক্তিতে সই করেন সংস্থাটির  ঢাকা ব্যুরো প্রধান লিউ চুনটাও এবং  চ্যানেল আইয়ের পক্ষে প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান। সেসময় উপস্থিত ছিলেন চ্যানেল  আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এই চুক্তির ফলে সংবাদ আদান প্রদানের মাধ্যমে দু’দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর প্রচার বাড়বে বলে আশা করছে শিনহুয়া।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: