চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষা মানুষের মনের দুয়ার খুলে দেয়: কৈলাস সত্যার্থী

শান্তিতে নোবেল জয়ী ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী বলেছেন, শিক্ষা মানুষের মনের দুয়ার খুলে দেয়, গুণগত শিক্ষার মাধ্যমে মানুষ ও  অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্রের উন্নয়ন ঘটতে পারে।

শুক্রবার বাংলাদেশ সফরে এসে ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের আয়োজনে ‘মিট দ্য প্রেস’ এ কথা বলেন।

শিশুদের নিয়ে কাজ করতে নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, যে শিক্ষা শিশুদের মনের দুয়ার খুলে দেয় সেই শিক্ষা আজ হুমকির মুখে। জঙ্গিবাদ ও ধর্মীয় গোড়ামীর কারণে বিশ্বের বিভিন্নস্থানে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে। শিশুরা বোমা ও অস্ত্রের হুমকির মুখে।

তিনি সুশিক্ষা, সচেতনতা ও দক্ষতা তৈরির মাধ্যমে শিশু নির্যাতন, শিশুশ্রম, পাচার রোধ করা সম্ভব বলে মনে করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের প্রশংসা করলেন বাংলাদেশে চার দিনের সফরের আসা নোবেল জয়ী কৈলাস সত্যার্থী।

৮০ দশক থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছেন ভারতের মানবধিকার কর্মী কৈলাস সত্যার্থী। এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছেন। তবে শান্তিতে নোবেল জয় করার পর এই প্রথম ঢাকায় এলেন কৈলাস সত্যার্থী।