চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ দিতে রাবিতে ‘চাকরি মেলা’

ঢাকা এবং রাজশাহীর ২৬টি কোম্পানির অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। মেলায় সরাসরি প্রার্থীর সিভি সংগ্রহ, প্রার্থী বাছাইকরণ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি প্রদান করা হবে। রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) পঞ্চম বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের বিজনেস স্টাডিজের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সদস্যরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরি মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। মেলা চলাকালে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোট ১১টি সেমিনার বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

মেলার দ্বিতীয় দিন বাছাইকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি চাকরি দিবেন কোম্পানির কর্মকতারা। মেলা শেষে ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে চাকরি প্রাপ্তদের ও ক্যারিয়ার ক্লাবের আয়োজকদের সংবর্ধণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, সংগঠনটির সভাপতি শাহিনুর আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই সফলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালে চাকরি মেলার চতুর্থ আয়োজনে ৬৪ জন শিক্ষার্থীর চাকরির ব্যবস্থা করে সংগঠনটি। এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে চাকরির ব্যবস্থা করেছে রাবি ক্যারিয়ার ক্লাব।