চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শায়লার নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং অলরাউন্ডার শায়লা শারমিনের নেতৃত্ব চলতি মাসেই শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সংস্করণের এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আসরের অপর দুই দেশ ভারত ও পাকিস্তান।

জাতীয় দলের পরিচিত মুখ ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি আছেন ১৫ সদস্যের স্কোয়াডে। উদীয়মান ক্রিকেটারদের মঞ্চ হলেও অনূর্ধ্ব-২৩ পেরিয়ে যাওয়া চার ক্রিকেটার খেলানোর সুযোগ থাকে ইমার্জিং কাপে। সেই কোটায় ২৬ পেরিয়ে যাওয়া ফাহিমা, রিতু, শায়লা  সুযোগ পাচ্ছেন খেলার। তারা সবাই ‘এ’ দলের হয়ে ভারতের বিপক্ষে কক্সবাজারে শেষ হওয়ায় টি-টুয়েন্টি সিরিজে খেলেছেন।

এশিয়ার চার দেশকে নিয়ে মেয়েদের এই আসর মাঠে গড়াবে ২২ অক্টোবর। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। প্রতিটি দলই একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ২৭ অক্টোবর খেলবে টুর্নামেন্টের ফাইনালে।

টুর্নামেন্টের লোগো

আগামী ২৩ অক্টোবর মেয়েদের জাতীয় দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছেন জাহানারা-সালমারা। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের আগে আগামীকাল চার সদস্যের একটি নিরাপত্তা দল পাকিস্তান সফরে যাবে। তাদের প্রতিবেদনের উপর নির্ভর করছে মেয়েদের পাকিস্তান সফর।

বাংলাদেশ ইমার্জিং দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃঞ্চা, সুমাইয়া আক্তার।

অপেক্ষমাণ তালিকা: লাবনি আক্তার, জিন্নাত আশিয়া, তাজিয়া আক্তার।