চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণের বার আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় ২ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার টাকার স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার গভীর রাতে শুল্ক গোয়েন্দার একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এমিরেটস ফ্লাইট থেকে ৪০টি স্বর্ণের বার আটক করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বুধবার সকালে এ তথ্য জানান।

দুবাই হতে ফ্লাইট ইকে-৫৮৪ মঙ্গলবার রাত আনুমানিক ১২ টায় ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে।

তল্লাশির এক পর্যায়ে উক্ত বিমানের ইকোনমি ক্লাসের সিট নং- ৩৭জে এবং ৩৭কে এর পেছনের দিক থেকে সিট কভারের ভেতর হতে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের প্রতিটি বারে দশ তোলা করে মোট ৪ দশমিক ৬৬ কেজি স্বর্ণবার পাওয়া যায়। স্বর্ণবারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ঐ সিটে কোন যাত্রী ছিল না।

তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।