চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শামীমের স্কিলে প্রধান নির্বাচকের আস্থা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ঘরোয়া আসরেও নিজেকে প্রমাণ করেছেন শামীম পাটোয়ারি। আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলেছেন দারুণ। ঢাকা প্রিমিয়ার লিগেও করছেন দুর্দান্ত ব্যাটিং। প্রতিভাবান বাঁহাতি ব্যাটসম্যান পুরস্কার পেয়ে গেলেন দ্রুতই। সরাসরিই জায়গা করে নিলেন জাতীয় দলে।

জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি স্কোয়াডে নতুন মুখ শামীম। কেন ২০ বছর বয়সী তরুণকে দলে অন্তর্ভুক্ত করা, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

‘শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাই-পারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। তখন আয়ারল্যান্ড ‘এ’ দল এসেছিল এখানে। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ও যথেষ্ট ভালো খেলেছে। সঙ্গে এখানে আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে, সেখানেও যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য, আশা করি এতে আমরা যথেষ্ট উপকৃত হবো।’

জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ শামীম। মিডলঅর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন করতে পারায় অলরাউন্ডার হিসেবেই তাকে জায়গা দেয়া হয়েছে দলে।