চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শান্তর পর শেষবেলার চমক ‘বোলার’ আশরাফুল

ব্যাট হাতে ২২ গজে নামলেই দেখা পাচ্ছেন সেঞ্চুরির; বল হাতেও কম ছন্দে নেই মোহাম্মদ আশরাফুল! বিসিএলের সবশেষ ম্যাচে নিয়েছিলেন দুই উইকেট। মিরপুরে পঞ্চম রাউন্ড শুরুর দিনে পড়ন্ত বিকেলে বোলিংয়ে এসে ইস্ট জোনের এ স্পিনার তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত ও ধীমান ঘোষের গুরুত্বপূর্ণ দুই উইকেট। তাতে বৃষ্টিবিঘ্নিত দিনের শেষটা মধুর হল না নর্থ জোনের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৫ ওভারে ৫ উইকেটে ২০৪ রান তুলেছে নর্থ জোন।

মঙ্গলবার পরপর দুই ওভারে উইকেট নিয়েছেন আশরাফুল। ৭৩ রান করা নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম শিকার। পরের ওভারে ধীমান ঘোষকে (১) একইভাবে আউট করেছেন।

জহুরুল ইসলাম অমি ৪৩ ও আরিফুল হক ১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আশরাফুলের দেয়া ধাক্কা নর্থ জোন কাটিয়ে ওঠার চেষ্টা করে এ দুই ব্যাটসম্যানের প্রতিরোধেই।

নর্থের ইনিংসে শুরুতে আঘাত হানেন সোহাগ গাজী। জুনায়েদ সিদ্দিকীকে (৭) ফিরিয়ে দেন দলীয় ৩০ রানের মাথায়। এ বাঁহাতি ওপেনার অফস্পিনার সোহাগের বলে বোল্ড হন।

আরেক ওপেনার মিজানুর রহমান (৪৬) যখন ফিফটির পথে, তখন আবু জায়েদ রাহীর ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান সোহাগ গাজী।

বৃষ্টিতে ধুয়ে যায় দ্বিতীয় সেশনের খেলা। তৃতীয় সেশন শুরু হতেই দলের পক্ষে তৃতীয় সাফল্যটি নিয়ে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেসার ফেরান ফরহাদ হোসেনকে (৮)।