চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শহীদ মিনারে আমজাদ হোসেনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কিংবদন্তি নির্মাতা, অভিনেতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হয়েছে দেশের সর্বস্তরের মানুষ।

শনিবার সকাল এগারোটা পঁচিশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আমজাদ হোসেনের মরদেহ। ডিরেক্টর গিল্ড, নাট্যকার সংঘ, পরিচালক সমিতি, জাসস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলা একাডেমি থেকে শুরু করে চলচ্চিত্র সংগীতের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান এসময়ে।

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ এফডিসি ও পরবর্তীতে চ্যানেল আইয়ে নেয়া হবে। সেখানে জানাজা শেষে আমজাদ হোসেনের মরদেহটি নিয়ে যাওয়া হবে জামালপুর। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের শেষ ইচ্ছানুযায়ী জামালপুরেই সমাহিত হবেন তিনি।

গেল শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। এর আগে গেল ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হয়।