চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

রাজধানীসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

৬.৮ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৫০০ কি.মি দক্ষিণ-পূর্ব মিয়ানমারে।

ভূমিকম্পের আতঙ্কিত মানুষ অফিস-বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। অনেক ভবনের ছাদে অবস্থান নেয়। এ সময় তারা মোবাইল ফোনে পরিবার সদস্য ও আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের পশ্চিম চক এলাকায়। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ৮৪ দশমিক ১ কিলোমিটার গভীরে। এর মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

রাজধানী ছাড়াও চট্টগ্রাম বিভাগ ও উত্তরের কয়েকটি জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।  সেসব জায়গায় ১০ সেকেন্ডের ভূমিকম্পের পরই জীবনযাত্রা অনেকটা থমকে যায়।

ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে মঙ্গলবার সকালে দেশে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওইদিন ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। ওইদিনের ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

এদিকে, বুধবার ভোর রাতে ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্প।