চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লোকসানের মুখে মানিকগঞ্জের মরিচ চাষীরা

ভালো ফলন হলেও মরিচ আবাদ করে লোকসান গুনছেন মানিকগঞ্জের মরিচ চাষীরা। জেলার হরিরামপুর, ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় এবার পাঁচ হাজার দুশ’ ৫০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

যা গত বছরের চেয়ে বেশী। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে মৌসুম শেষ না হতেই ভালো ফলন পেয়েছেন চাষীরা। তবে চাষীরা জানান,আশেপাশের বাজারগুলোতে মরিচের ব্যাপক সরবরাহ থাকায় দাম পাচ্ছেন না তারা।

সব মিলিয়ে মরিচ চাষে বিঘা প্রতি খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। বিভিন্ন আড়তে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকায়। ক্ষেত থেকে প্রতি কেজি মরিচ তুলতে চাষীর খরচ ও পরিবহন ব্যয় পাঁচ-ছয় টাকা। খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ন্যায্য দাম না পেয়ে হতাশ হয়ে লোকসানী ক্ষেত থেকে মরিচ তোলাই বন্ধ করে দিয়েছেন অধিকাংশ চাষী।

চাষের খরচ পোষাতে প্রতিদিন মানিকগঞ্জ থেকে ৪০-৪৫টি ট্রাক মরিচ নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন কৃষকরা।