চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

একদিন বন্ধ থাকার পর আবারো ব্যস্ত দিন পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দিন। একইসঙ্গে বেড়েছে লেনদেন, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫শ ২১ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয়েছে ৩শ’ ২৫টি কোম্পানির ৭শ ৭৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফাণ্ড।

এরমধ্যে দাম বেড়েছে ১শ ৪৪টির, কমেছে ১শ’ ৫৪টির এবং অপরিবর্তিত থাকে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।