চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিভারপুলকে রুখে দিয়েছে ১০ জনের আর্সেনাল

কারাবাও কাপে ফাইনালে ওঠার ম্যাচে লিভারপুলকে জয়ের স্বাদ থেকে বঞ্চিত করেছে ১০ জনের আর্সেনাল। ০-০ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে ফাইনালে ওঠার লড়াই জমিয়ে তুলেছে আর্সেনাল।

আগে থেকেই ফাইনালে পা দিয়ে রাখা চেলসির প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে রাতে এনফিল্ডে মাঠে নেমেছিল লিভারপুল ও আর্সেনাল। নির্ধারিত সময়ে গোল করতে না পারায় আরেকবার সুযোগ পাচ্ছে দু-দলই। আগামী ২১ জানুয়ারি সেমিফাইনালে ফের মুখোমুখি হবে এই দু-দল।

ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২৪ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আর্সেনাল তারকা গ্রানিট শাকা। ম্যাচের বাকি সময় ১০ জনের দলকে পেয়েও গোল আদায় করতে পারেনি জুর্গেন ক্লপের দল। অন্যদিকে দারুণ লড়াইয়ে ০-০ গোলের ড্র নিয়ে ফাইনালে যাওয়ার লড়াই জমিয়ে তুলেছে মাইকেল আর্টেটার দল।

দশ জনের দলে পরিণত হয়ে প্রতিপক্ষকে রুখে দিয়ে বেশ উৎফুল্ল আর্সেনাল কোচ আর্টেটা বলেন, ‘আমরা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পেরেছি, সেজন্য আমি আনন্দিত। ছেলেরা দারুণ লড়াই করেছে, দৃঢ়তা, ভ্রাতৃত্ব দেখিয়েছে। আমরা কখনও হাল ছাড়িনি। এই ড্র ছেলেদের ক্রেডিট।’

তিনি আরও বলেন, ‘আমি জানি না লাল কার্ড তাদের অনুপ্রাণিত করেছে কিনা তবে এটি লড়াই করার সাহস যুগিয়েছে। এরকম ম্যাচে লড়াই করতে আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে। দৃঢ় কঠিন মনোবল প্রয়োজন যা ছেলেরা করে দেখিয়েছে। মাঠে আমাদের যেধরনের খেলার প্রয়োজন ছিল, ছেলেরা তাই করেছে। তবে এটি আমাদের খেলার ধরন নয়। মাঝে মধ্যে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয়। ছেলেরা তা করে দেখিয়েছে। আমি আশাবাদী ছেলেরা পরের ম্যাচে দারুণভাবে লড়াই করে জয় তুলে নেবে।’

অন্যদিকে এমন সহজ লড়াইয়ে দীর্ঘ সময় ১০ জনের দলকে পেয়েও গোল আদায় করতে না পেরে বেশ হতাশ ক্লপ।

‘ম্যাচ নিজেদের করে নেওয়ার দারুণ সুযোগ ছিল, ছেলেরা তা করে দেখাতে পারেনি। আমি কিছুটা হতাশ। তবে আশাকরি পরের ম্যাচে ছেলেরা তা পুষিয়ে দেবে।’