চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন পরবর্তী সহিংসতা চায় না লালমনিরহাটের ভোটাররা

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের ভোটারদের চাওয়া, আগামীতে যেই নির্বাচিত হোক না কেনো দেশের কোথাও যেন নির্বাচন পরবর্তী সহিংসতা না ঘটে। বিভিন্ন দলের নেতা এবং প্রার্থীরা জেলার বিভিন্ন উন্নয়নের সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন, পরিত্যক্ত বিমানবন্দরটি আবার চালু করার।

১ হাজার ২’শ ৪০ দশমিক নয় তিন বর্গকিলোমিটার জুড়ে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। তিনটি সংসদীয় আসন রয়েছে এই জেলায়। মোট ভোটার ৯ লাখ ১৬ হাজার ৫০ জন। মহিলা ভোটারের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৩’শ ২৩ আর পুরুষ ভোটারের সংখ্যা, ৪ লাখ ৫৭ হাজার ৭’শ ২৭।

এখানকার বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করেন কৃষি কাজ করে। অভাব অনটনের কারণে বৃদ্ধ বয়সেও অনেককে করতে হয় হাড়ভাঙা খাটুনী। তাই নির্বাচিত সংসদ সদস্যের কাছে তাদের প্রত্যাশা অনেক।

ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন নেতারা। নিজ দলকে জয়ী করতে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, করছেন পথসভা।

১৯৯১ সাল থেকে যে ৫টি সংসদ নির্বাচনের জেলার তিন আসনে বেশিরভাগ জয়ী হয়েছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রার্থী।