চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে চীন-ভারত সম্মত

লাদাখ সীমান্ত থেকে চীন-ভারত উভয় দেশই নিজ নিজ সেনা সরিয়ে নেওযার ব্যাপারে সম্মত হয়েছে। রাশিয়ায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ বৈঠক থেকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

লাদাখ পরিস্থিতি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এর মধ্যে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয় বৃহস্পতিবার।

বৈঠকে উভয়ে সীমান্তবর্তী অঞ্চলের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি কারো স্বার্থের জন্যই ভালো নয় বলে সম্মত হয়েছেন এবং সীমান্ত সংকট সমাধানে আলোচনা অব্যাহত রাখা, ধীরে ধীরে নিজেদের সেনাদেরকে স্থায়ী ছাউনিতে ফিরে নেওয়া, সীমান্তে যথাযথ নিয়ম মেনে চলা এবং উত্তেজনা হ্রাসের পক্ষে মত দিয়েছেন।

বৈঠক থেকে আরও জানা যায়, বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ বজায় রাখবে এবং বিতর্কিত সীমান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশের সীমান্ত সংকট নিরসনে বৈঠকটি অনুষ্ঠিত হয় রাশিয়ার রাজধানীতে মস্কোতে।

লাদাখ সীমান্তে ১৫ জুন রাতে চীন ও ভারতীয় সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষের পর দুই দেশের প্রভাবশালী মন্ত্রী এই প্রথম গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হলেন।