চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা

৫০ লাখ টাকার ওষুধ জব্দ

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে লাজ ফার্মার কাকরাইল শাখাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আমাদানি অনুমতি নেই এমন ৭৬ ধরনের বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা৷

র‌্যাব বলছে, জব্দকরা ওষুধ-ইনজেকশনসহ চিকিৎসা সরঞ্জাম সরকারের অনুমোদনহীন। বিভিন্ন সময় বিদেশ থেকে আসা লোকের মাধ্যমে বিপুল পরিমাণ এই ওষুধের মজুদ গড়ে তোলা হয়।

অভিযান প্রসঙ্গে র‌্যাবের ম্যাজিস্ট্রেট জানান: কোন ওষুধগুলো আমদানি করা যাবে এবং কোনগুলো করা যাবে না; সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু তারা কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে ওষুধগুলো নিয়ে আসে।

আবার লাজ ফার্মার ওই শাখার ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য বৈধ ট্রেড লাইসেন্স ছিলো না। আগের লাইসেন্স মেয়াদ শেষ হলেও তারা নবায়ন করেনি।