চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লন্ডনে সেরা জাফর পানাহি পুত্রের সিনেমা

ইরানি লেখক-নির্মাতা পানাহ পানাহির প্রথম ফিচার ছবি ‘হিট দ্য রোড’ বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালের সবচেয়ে সম্মানজনক সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে।

চার সদস্যের এক পরিবারের রোড ট্রিপের ঘটনা নিয়ে মজার গল্পের ছবি ‘হিট দ্য রোড’। তাদের কেউই বলেন না, তারা কোথায় যাচ্ছেন।

যে কয়জন ইরানি চলচ্চিত্রকার বদলে দিয়েছেন ইরানি চলচ্চিত্রজগৎ, তাদের অন্যতম পানাহ পানাহির বাবা জাফর পানাহি। ইরানে ‘নিষিদ্ধ’ করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের ‘প্রথাবিরোধী’ প্রচারণা ও চলচ্চিত্রের মাধ্যমে সরকারবিরোধীদের ‘উসকে’ দিচ্ছেন।

কিংবদন্তী নির্মাতা জাফর পানাহির সাথে ছেলে পানাহ পানাহি

পানাহ পানাহি জানান বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। নির্মাতা বলেন, ‘এই বিষয়ে যত ভাবি ততই বুঝতে পারছি, আমরা সবসময়েই এই অনুভূতি নিয়ে বেঁচে থাকি যে আমাদের নজরদারী করা হচ্ছে। যেমন করা হয়েছে আমার পরিবারের সাথে। আমি নিশ্চিত অনেক শিল্পী ও বুদ্ধিজীবীরাও ভুক্তভোগী।’

উৎসবের জুরি প্রধান মালগোরজাতা সুমোউস্কা বলেন, ‘সেরা ছবির পুরস্কারের ক্ষেত্রে, বিশেষ করে এই মহামারীর সময়ে জীবনের সঙ্গে সম্পর্ক আছে এমন ছবি নির্বাচন করা হয়। যেই ছবি আমাদের হাসায়, কাঁদায় এবং জীবনের মর্ম বোঝায়, সেগুলোই পছন্দ করা হয়েছে।’

‘হিট দ্য রোড’ ছবির একটি দৃশ্য

উৎসবে আইডাব্লিউসি স্কাফাহাউসেন ফিল্মমেকার বার্সারি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ‘ট্রু থিংস’ ছবির নির্মাতা হ্যারি উটলিফ। এই পুরস্কার জয়ীকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের তরফ থেকে বছরে ৬৯ হাজার ডলার অনুদান দেয়া হয়।

সেরা ফিচার ছবির জন্য সাথারল্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে বেলজিয়ামের নির্মাতা লরা ওয়ান্ডেলের ‘প্লেগ্রাউন্ড’। স্কুল বুলিং নিয়ে এই ছবির গল্প। -হলিউড রিপোর্টার