চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লকডাউন বাড়লো ১৬ মে পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তবে ৬ তারিখ থেকে মহানগরীতে গণপরিবহণ চলবে। যদিও আন্তঃজেলা বাস চলাচল বন্ধই থাকবে।

আর ঈদে পোশাক শ্রমিকদের ছুটি তিন দিনের বেশি দেয়া যাবে না।

ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হয় কঠোর লকডাউন। তারও আগে ৫ থেকে ১৪ এপ্রিল সকাল পর্যন্ত চলে প্রথম দফার লকডাউন।