চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৬ জন নিহত

র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোমবার দিবাগত রাতে ৪ জেলায় ৬ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। এর মধ্যে নীলফামারী ও কুমিল্লায় ২ জন করে এবং চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে ১ জন করে নিহত হয়েছে।

বন্দুকযুদ্ধে মোট ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। নীলফামারীর সৈয়দপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে শাহিন ও জনি নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কুমিল্লায় বিবির বাজার সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের কাছে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সাধু খাঁ নিহত হয়। সে সময় ৫ পুলিশ সদস্য আহত হয়।

চট্টগ্রাম মহানগরীর ডেবারপারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শুক্কুর আলী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ নিয়ে গত ৫ দিনে সারাদেশে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত হলো। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।