চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওয়ার্ড যুবলীগ নেতা খোরশেদ আলম নিহত হয়েছে।

রোববার রাতে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে সে ‘চাঁদাবাজ সন্ত্রাসী’ এবং কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে ৭ থেকে ৮টি মামলা রয়েছে।

নিহত খোরশেদ আলম আগ্রাবাদের পাঠানটুলী এলাকার শফিক আহমেদের ছেলে। সে নিজেকে যুবলীগ নেতা দাবি করে চাঁদাবাজি করতেন বলে জানান র‌্যাব।

র‌্যাব আরও জানায়, অস্ত্রসহ খোরশেদ আলম ও তার সহযোগীরা অবস্থান করছে এ খবর পেয়ে অভিযান চালানো হয়। সেসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে খোরশেদ। র‌্যাব ও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।